আমি এইচএসসি ২০১৬ এর শিক্ষার্থী। আমি আমার রেজাল্ট/ মার্কশিট  টি  http://www.educationboardresults.gov.bd/regular/index.php এই লিংক থেকে দেখতে পাচ্ছি। কিন্তু, আমি চাইছি বাংলা,ইংরেজি ইত্যাদি কোন বিষয়ে কতো নাম্বার পাইছি। তা দেখতে বা জানতে। আমার অনেক ফ্রেন্ড-ই কেমনে যেন তাদের বিভিন্ন বিষয়ের নাম্বার গুলো দেখছে। কিন্তু, তারা আমায় বলে না। জিজ্ঞাসা করলে বলে, "৫ পয়েন্ট পাইছিস। আগে মিষ্টি খাওয়া, ট্রিট দে তার পরে বলবো।" এখন আমার প্রশ্ন হলো, আমি কিভাবে আমার এইচএসসি পরিক্ষার বিভিন্ন বিষয়ের নাম্বার গুলো দেখতে পাবো? কোনো লিংক থাকলে দেন। ভীষণ উপকৃত হবো। উত্তর প্রদানের জন্য এবং সমস্যাটি সমাধানের জন্য অগ্রিম ধন্যবাদ রইলো।



শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

আপনি এই লিঙ্ক থেকে কোন বিষয়ে কত

পেয়েছেন, সেটা জানতে পারবেন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ