SYMPHOY W68. এর র্যাম ৫১২ এমবি। তাই বড় ধরনের

কোনো App  বা Game  Launch করলে কিছুটা ল্যেক 

এবং হ্যেং করে থাকে। যদি আপনার ফোনে বড় ধরনের

কোনো App ব্যবহার করা জরুরি তাহলে। আপনার

ফোনে Third Party App খুবি কম ব্যবহার করুন

ফোন মেমরি যতটা পারেন ফাকা রাখবেন। এবং রানিং

এপসগুলি ফোর্সস্টোপ দিয়ে রাখুন।এবং Recent App সরি

য়ে রাখবেন।

তাহলে ইনশিআল্লাহ বড় ধরনের App ব্যবহার করতে

পারবেন।

Talk Doctor Online in Bissoy App

ভাই,আপনার w68 মডেলের ফোনটির প্রসেসর এবং র্যাম অত্যান্ত কম,যদিও এটাতে 512র্যাম দেওয়া আছে কিন্তু সেটা পর্যাপ্ত পরিমান নয়,আর ভার্সনটাও অনেক পুরাতন কিটক্যাট ৪.৪ ভার্সন, আর এখন চলছে মার্সমালো ৬.১, যার কারনে আপনার ফোনে বেশী মেগাবাইটের হাই কোয়ালিটি অ্যাপ সাপর্ট করেনা,কারন প্রসেসর কুলিয়ে উঠতে পারেনা,তবে একটা কাজ করতে পারেন,সেটা হলো সব অ্যাপ ব্যাকআপ করে ফোনটি অল-ইরেজ বা রিসেট করতে পারেন,আশা করি একটু হলেও কাজ হবে,,,

Talk Doctor Online in Bissoy App