শেয়ার করুন বন্ধুর সাথে
Junait

Call

হ্যাঁ  অবশ্যই।                     

কাস্টম রোম ইন্সটল করার জন্য আপনাকে যা যা করত হবে – রিকভারি মোডে প্রবেশ করুন। কিভাবে প্রবেশ করবেন? আপনার মোবাইল বন্ধ করুন। ভলিউম আপ বাটন এবং পাওয়ার বাটন ধরে মোবাইল অন করুন।দেখবেন রিকভারিতে প্রবেশ করবে। তবে বলে রাখা ভাল যে এক এক মোবাইলে এক এক প্রসেস রিকভারিতে প্রবেশ করার। তাই কোন মোবাইলে কিভাবে প্রবেশ করবেন দেখে নিন – ১. Volume Down + Volume Up + Power button. ২. Volume Down + Power button. ৩. Volume Up + Power button. ৪. Volume Up + Home + Power button. ৫. Volume Up + Camera button. ৬. Home + Camera button. ৭. Home + Power button ভলিউম বাটন উপরে নিচে ক্লিক করলে উপরে নিচে যেতে পারবেন। টাচ রিকভারি হলে ট্যাপ করুন। Wipe data/factory reset ওপেন করুন। ইয়েস করুন। কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করুন সম্পুর্ন হওয়া পর্যন্ত। Wipe cache partition ওপেন করুন। ইয়েস করুন। Advance ওপেন করুন। নতুন মেনু আসবে। এখন wipe dalvik cache ওপেন করুন। ইয়েস করুন। wipe battery stats ওপেন করুন। ইয়েস করুন। ব্যাক বাটন ধরে আগের মেনুতে আসুন। এখন install zip from sdcard ওপেন করুন choose zip from sdcard ওপেন করুন। এখন আপনার SD card এর ভেতর প্রবেশ করেছে রিকভারি। আপনার মোবাইলে আপনি যেই কাস্টম রোম ইন্সটল করতে চাচ্ছেন তা সিলেক্ট করুন। ওপেন করুন। ইয়েস দিয়ে ইন্সটল করুন। ইন্সটল হয়ে গেলে অনেক সময় নিজে নিজে রিবুট নিবে। যদি না হয় মেনুয়েল ভাবে রিবুট করুন আপনার জন্য ভাল। ইন্সটল করা কাস্টম রোম ওপেন হবে, কিছু সময় নিয়ে যেহেতু প্রথম বার। এখন কাস্টম রোমের মজা উপভোগ করুন। বিশেষ দ্রষ্টব্য – আপনার মোবাইলের জন্য কাস্টম রোম ডাউনলোড করে নিন নেট থেকে। ডাউনলোড করে তা আপনি আপনার মোবাইলের SD কার্ডের রাখুন কোন ফোল্ডারে রাখতে চাইলে রাখতে রাখবেন। তবে কোন ফোল্ডারে না রাখা উত্তম। অনেক সময় আপনার মোবাইলে কাস্টম রোম দিয়ে গিয়ে প্রবলেম হতে পারে, বা কাস্টম রোম দেওয়ার পর দেখতেছেন যে বুট লোগোতে আপনার মোবাইল আটকে আছে। এগুলো আসলে কাস্টমে প্রবলেম হবে এই ধরনের সমস্যা হতে পারে। তবে ভয় পাবেন না। ভিত হওয়ার কিছু নেই। আপনার রোমে প্রবলেম হয়েছে, মোবাইলে না। আপনার কাস্টম রিকভারি থেকে আপনি চাইলে নতুন করে নতুন কাস্টম রোম দিতে পারবেন অথবা আপনার স্টক রমের ব্যাকআপ থেকে রিকভার করতে পারবেন। কিভাবে ব্যাকআপ করবেন তা নিচে দেওয়া আছে। মোবাইলে ৭০ % + চার্জ রাখার চেস্টা করবেন। কাস্টম রোম ইন্সটল করার পূর্বে যেখান থেকে আপনি ডাউনলোড করবেন সেইখানে কোন ইন্সট্রাকশান আছে কিনা তা ভাল করে খেয়াল করবেন। এক এক কাস্টম রমের জন্য এক এক রোম প্রসেস থাকতে পারে তাই দেখে নেওয়া ভাল। সম্পুর্ন বিষয় গুলো ভাল করে আগে বুঝে নিবেন যদি আপনি নতুন হন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Robiulkhan

Call

হঁ্যা ভাই। অবশ্যই ফোন রুট করতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ