বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সফল হওয়ার একমাত্র উপায় হল অনুশীলন। আপনার রেজাল্ট একেবারে খারাপ না বরং কমার্স থেকে এটি ভালো একটি রেজাল্ট। তারপরও শুধু রেজাল্টকে সম্বল করে বসে থাকলে হবে না, আপনাকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি জোরালোভাবে নিতে হবে। কেননা আপনার চেয়েও ভালো রেজাল্ট নিয়ে লক্ষ লক্ষ স্টুডেন্ট প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়বে। তাই এই সময়ে আপনার উচিত হবে মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং নিজেকে যোগ্য করে তোলা। এক্ষেত্রে আপনি যে বিষয়গুলোতে অনেক বেশি দুর্বল সে বিষয়গলোতে ভালোভাবে আয়ত্ব করুন এবং যে বিষয়গুলোতে ভালো সেগুলোর আরও বেশি অনুশীলন করুন। যেন কোনোভাবেই আপনি ভর্তি পরীক্ষায় অকৃতকার্য না হন। আসলে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে কোচিং সেন্টারগুলো তেমন কোনো ভূমিকাই রাখে না যদি না একজন ভালোভাবে পড়াশোনা করেন। কোচিং সেন্টারগুলো এক ধরনের গাইড লাইন দিয়ে থাকে যা আপনি চাইলে আপনার কোনো বন্ধু যে কোচিং করছে তার কাছ থেকেই জেনে নিতে পারেন। তাছাড়া বিভিন্ন ভর্তি গাইডগুলোতেও এই সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা দেয়া থাকে। আপনি চাইলে ওগুলো অনুসরণ করতে পারেন। তাছাড়া ক্লাস nine - ten এর বই সমুহ ফলো করবেন বিশেষ করে ইংরেজি। এছাড়া mp3 সিরিজের বই সমুহ কিনতে পারেন। কিছু জানার থাকলে মন্তব্য করবেন।

Talk Doctor Online in Bissoy App