চিত্রের অংকটি ব্যাখ্যা সহ গণিতের নিয়মে করে দিন।image


শেয়ার করুন বন্ধুর সাথে

ক. স্রোতের অনুকূলে 15 মিনিটে যায় 3 কিমি " " 60 " " (3×60/15) কিমি =12 কিমি স্রোতের অনুকূলে বেগ 12 কিমি/ঘন্টা স্রোতের প্রতিকূলে 15 মিনিটে যায় 1 কিমি " " 60 " " ( 60×1/15)কিমি =4 কিমি স্রোতের প্রতিকূলে বেগ 4 কিমি/ঘন্টা মনে করি, স্থির পানিতে নৌকার বেগ x কিমি/ঘন্টা স্রোতের বেগ y কিমি/ঘন্টা শর্তসাপেক্ষে, x + y = 12 -----(i) এবং x - y = 4 --------(ii) (i) ও (ii) সমীকরন যোগ করি, x + y = 12 x - y = 4 __________________________ 2x = 16 x = 8 x এর মান (i) নং সমীকরনে বসাই, 8 + y = 12 => y = 12 - 8 => y = 4 স্থির পানিতে নৌকার বেগ 8 কিমি/ঘন্টা স্রোতের বেগ 4 কিমি/ঘন্টা (ans) খ. দেওয়া আছে, স্থির পানিতে নৌকার বেগ 10 কিমি/ঘন্টা স্রোতের অনুকূলে নৌকার বেগ (10 + 4)কিমি/ঘন্টা = 14 কিমি/ঘন্টা স্রোতের প্রতিকূলে নৌকার বেগ (10 - 4) কিমি/ঘন্টা = 6 কিমি/ঘন্টা কার্যকরী বেগের পার্থক্য (14 - 6)কিমি/ঘন্টা = 8 কিমি/ঘন্টা (ans) ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ