আপনি আপনার সাবজেক্টে সেরা হউন চাকরি টেকবে না। বিসিএস, কলেজ,বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ আছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি তো আছেই। আমি দেখেছি অনেকে ইংরেজী, গণিতে অনার্স করেও বসে আছে।আর এমনও দেখেছি ইতিহাসে পড়ে বিসিএস ক্যাডার হয়েছে ।সাবজেক্ট কোন ব্যাপার না, ব্যাপার হলো ভাল করে পড়াশোনা করা।যে কোন সাবজেক্টে পড়লে চাকরি পাওয়া যায় ।হ্যা বলতে পারেন অনেকে পাচ্ছে না,উনারা আসলে,চাকরি পাওয়ার মত পড়াশোনার ঘাটতি আছে বলে,মনে করি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ