শেয়ার করুন বন্ধুর সাথে

দেখুন এটা বলা কঠিন কত পয়েন্ট লাগবে।ভর্তির জন্য আবেদন কারীর পয়েন্টের উপর নির্ভর করবে।ধরুন কোন কলেজে ৫টা সিট আছে কোন বিষয়ে,৪ জনে ঐ বিষয়টা প্রথম চয়েস দিল আর এই চার জনই জিপিএ ৫,আরেক জনের পয়েন্ট ধরুন ৯,৯৩ সেই পাবে । এর ৯, ৯২ পাবেই না। আমি যতটুকু জানি খুলনার এ কলেজটি সুনামধন্য তাই অনেক আবেদন স্বাভাবিক ভাবে পড়বে।তাই এখানে ১০ পয়েন্ট ও নিরাপদ না,আপনিতো ১০ এর বেশি পাবেন না। আর এমনও হতে পারে আপনি বেশি পয়েন্ট নিয়ে চান্স পেলেন না অন্যজনে কম পয়েন্ট নিয়েও,চান্স পেয়ে গেছে। কোথায় আবেদন করবেন। , কি সাবজেক্ট পড়বেন,নানা বিষয় বুঝে আবেদন করুন।কলেজ আপনাকে ভবিষ্যৎ গড়ে দিবে না গড়ে দিবে সাবজেক্ট। তাই নিজের অর্জিত পয়েন্ট দিয়ে কিভাবে সেরা সাবজেক্ট টা পাওয়া যায় সেই চিন্তা করাই বুদ্ধি মানের কাজ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ