প্রথমে আপনি জিমেলে গিয়ে Forgot Password এ ক্লিক করুন।Then যেই নাম্বার দিয়ে ইমেল খুলেছিলেন সেটা লাগবে।সেই নাম্বার একটা কোড যাবে,সেইটা Verification এর ঔইখানে বসান।

ব্যাস কাজ শেষ,এখন নতুন Password  সেট করে,পুনরায় আপনার জিমেল আইডিটি চালাতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App

আপনি যদি শুধু পাসওয়াড ভুলে যেতেন আর মোবাইল নাম্বার বা অন্য কোনো জিমেইল অ্যাড্রেস দ্বারা 2স্টেপ ভেরিফাই চালু করে রাখতেন তবে আপনার জিমেইল অ্যাকাউন্টটি পুনঃরূদ্ধার করা সম্ভব হতো। কিন্তু আপনি তো মূল জিনিস অর্থাৎ, জিমেইল অ্যাড্রেসই ভুলে গেছেন! সুতরাং, তা আর কোনো ভাবেই পুনঃরূদ্ধার করা সম্ভব নয়।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি যদি কাওকে জিমেইল দিয়ে ইমেইল করে থাকেন।। অথবা ফেইসবুক আপনার জিমেইল দেওয়া থাকে । তাহলে সেখানে থেকে জিমেই অ্যডরেস টি নিয়ে নিয়ে নিন। তা ছাড়া কোন আইপি অ্যডরেস বা মোবাইল হিষ্টরী দেওয়া পাওয়া সম্বব নয়।।।

Talk Doctor Online in Bissoy App