Share with your friends

ডিগ্রি হলো একটা পাস কোর্স। যা আর্টস, কমার্স ও সাইন্সের উপর করা যায়।এটি তিন বছর মেয়াদি। আর অনার্স হলো কোন একটি বিষয়ের উপর লেখাপড়া করা যা চার বছর মেয়াদি।

Talk Doctor Online in Bissoy App
JamalPasha

Call

Degree 3 বছর এবং Honors 4 বছর মেয়দী কোর্স। সাধরণত Degree কে Honors এর সমমান ধরা হয়না, Degree করার পর Masters করলে তবেই Honors এর সমমান আর্জন করা যায়। যেমন চাকুরীর বিজ্ঞাপনে বলা হয় স্নাতক সম্মান (Honors) অথবা স্নাতকোত্তর (Masters)। এর মানে হল কেউ যদি Honors Cpmplete করে তাহলে উক্ত চাকুরীরর জন্যে আবেদন করতে পারবেন আবার কেউ যদি Degree করার পর Masters Complete করেন তাহলেও তিনি উক্ত চাকুরীর জন্য আবেদন করতে পারবেন; কিন্তু শুধু Degree Complete করে কেউ উক্ত চাকুরীর জন্য আবেদন করতে পারবেননা।

Talk Doctor Online in Bissoy App