Call

সবটুকু শিখতে 1 থেকে দেড়মাস লাগতে পারে।।। সেটা আপনার শিখার উপর নির্ভর করবে। আর শিখে বেশি বেশি প্যাকটিস করুন।।

Talk Doctor Online in Bissoy App

আসলে পিএইচপি অনেক বড় প্রোগ্রামিং ভাষা এটাকে "server-side scripting language" বলা হয়। আপনি মূলত কি কাজের জন্য পিএইচপি শিখবেন সেটার উপর নির্ভর করে আপনি কতটুকু পিএইচপি শিখবেন। এটা অনেক বড় প্রোগ্রামিং ভাষা। শিখতে শিখতে কয়েক বছরও লাগতে পারে, এরপরেও দেখবেন নতুন কিছু সামনে চলে আসছে। তাই সময়ের কথা চিন্তা না করে শিখতে থাকেন। অনেক উপকৃত হবেন।

ধন্যবাদ...

Talk Doctor Online in Bissoy App