Call

জামে তিরমিজী কেতাবে, ২৫/ জেহাদের ফজিলতের ১৬৭১ নং হাদিস থেকে বনি'ত।

নিচে হাদিসটি জ্ঞতাথে' পেশ করা হল:

 ইবনুূ আবূ উমার (রহঃ) মুহাম্মদ ইবনুূ মুনকাদির (রহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার সালমান ফারসী রাদিয়াল্লাহু আনহ শুরাহবীল ইবনুূ সিমত (রহঃ) -এর কাছ দিয়ে যাচ্ছিলেন। ওরাহবীল তখন সীমান্ত পাহারায় ছিলেন। এতে তার ও তার সঙ্গীদের কষ্ট হচ্ছিল। সালমান ফারসী রাদিয়াল্লাহু আনহ বললেন, হে ইবনুূুল সিমত ! তোমাকে আমি কি এমন একটি হাদীস বলব যা আমি রাসূলল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেচি, এক মাস সিয়াম পালন করা ও দাঁড়িয়ে সালাত (নামায/নামাজ)আদায় করা অপেক্ষাও আল্লাহর পথে একদিন সীমান্ত পাহারায় থাকা শ্রেষ্ঠ। রাবী কখনো বলেছেন, ‘‘উত্তম’’। এতে যে মৃত্যু বরণ করবে কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করা হবে, কিয়ামত পর্যন্ত তার আমল বৃদ্ধি করা হবে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি হাসান।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ