প্রথমত, আপনি গ্রামারের নিয়ম গুরো খুবই

ভালো করে পড়ে ঠোটস্থ করবেন, তারপর

বইয়ে প্রত্যেকটা নিয়মের পরে যে উদাহরন 

দেয়া আছে সেগুলো করুন। তারপর বইয়ের

পেছনের বিভিন্ন মডেল ও বোর্ড প্রশ্ন সমাধান 

করুন। সমাধান করাকালীন ভুলেও উত্তরপত্র

দেখবেন না। যেটা পারেন নি সর্বোচ্চ চেষ্টা

করুরুন। না পারলে রাখুন। উত্তর মিলানোর

সময় দেখবেন। কেন পারলেন না। যেটা

ভুল হবে সেটা দেখুন কেন ভুল হলো, সে নিয়ম

আবার পড়ুন। আর কম্পোজিশন অংশ

আগেই মুখস্থ করবেন না। প্রথমে টাইটেল টা

নিয়ে ভাবুন, টাইটেলটার বিষয়বস্তু কি হতে 

পারে। তারপর, আপনি বাংলায় চিন্তা করুন।

তারপর ইংরেজী পড়বেন ওও বার বার পড়তে

পড়তে আয়ত্মে আনুন। কিন্তু ভুলেও প্রথমেই

মুখস্থ করবেন না।কারন, 

মুখস্থ, প্রতিভার ধ্বংস করে।

Talk Doctor Online in Bissoy App
Call

অনুসরণ করুন নীচের টিপসগুলোঃ
১) গভীর নিঃশ্বাস নিন, তারপর শুরু করুন বলাঃ আপনি ইংরেজিতে কথা বলার আগে যত বেশি চিন্তা করবেন, ততই আপনি নার্ভাসনেসে ভুগতে শুরু করবেন। এতকিছু চিন্তা না করে বলা শুরু করুন। প্রথম প্রথম খুব বেশি পারছেন না? চিন্তার কোন কারণ নেই। ধীরে ধীরে সময় বাড়ান। আজকে ২ মিনিট, কালকে ৫ মিনিট। তারপর ১০ মিনিট, ১৫ মিনিট করে বলার অনুশীলন করুন। নিজেও বুঝবেন না, কীভাবে আপনি ইংরেজিতে স্বচ্ছন্দে কথা বলতে শিখে গেছেন।
২) ইংরেজি না জানার জন্য নিজেকে অহেতুক দোষারোপ করবে নাঃ আপনার ইংরেজি জ্ঞানের স্বল্পতা থাকতেই পারে। কিন্তু সেজন্য নিজেকে কখনোই দোষারোপ করবেন না! আপনি তো শিখতেই চাচ্ছেন এখন। কখনো না শেখার চেয়ে দেরিতে শেখাই কি ভালো না?
Please don’t say ‘I DON’T speak English’. Instead you could say:
• “I am learning English. Could you speak a little slower?”
• “I’m sorry, I didn’t understand.”
• “Could you repeat that?”
• “So, you’re saying that…. [rephrase what you heard]”.
• “What does _________ mean?”
৩) সবকিছু অনুবাদ করতে যাবেন নাঃ আপনার হয়তো মনে হতে পারে, ইংরেজি যখন শিখছিই তখন সব কিছুরই বঙ্গানুবাদ শিখে রাখা দরকার। আপনি চেয়ারকে “কেদারা” বলা শুরু করলেন। অথবা কোন Phrase কে আপনি বাংলায় অনুবাদ করে শেখার চেষ্টা করলেন। ভুলেও এই কাজ করতে যাবেন না। এটা আপনার শেখার গতিকে একেবারেই কমিয়ে দিবে। তার চেয়ে বড় কথা ভালো ইংরেজি জানার জন্য এসব জানাটা মুখ্য কোন বিষয় নয়।
• Listen for words you DO understand
• Use contextual clues… so, if you hear, “There is a big rhinoceros.” If you don’t know what ‘rhinoceros’ means but you see a big animal in a picture, or someone is pointing at something. Use those clues to figure out what it means.

Talk Doctor Online in Bissoy App

ইংরেজিতে ভালো করার জন্য Vocabulary জানতে হবে। গ্রামাটিকাল বিষয়গুলো আয়ত্ত করুন।আর বেশি বেশি ইংরেজি চর্চা করুন।

Talk Doctor Online in Bissoy App