শেয়ার করুন বন্ধুর সাথে

Almax ট্যাবলেট খেয়ে দেখুন। ফার্স্ট ডোস হলো ১ পিস খাবেন, এর ১ সপ্তা পর আর একটা, এর ৩ মাস পর রেগুলার একটা করে খাবেন। দাম মাত্র ৬ টাকা।
ভেষজ চিকিত্সা চাইলে কালোমেঘ ভিজানো পানি খেয়ে দেখুন, এটা বেশী তিতো মনে হলে এর সাথে জষ্ঠিমধু একসাথে ভিজায়ে খাবেন, সেরে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
কৃমি হলে কিছু কিছু উপসর্গ দেখা দেয়। যেমন-বমি বমি ভাব, পেট ব্যথা, পেট মোটা বা ভারি হওয়া, খাবারে অরুচি, মুখে থুথু ওঠা এবং কোনো কোনো কৃমিতে পায়খানার রাস্তার পাশে চুলকানি হতে পারে। কৃমি হলে সাধারণত অপুষ্টি দেখা দেয়। রক্তশুন্যতা দেখা দেয়। হুক ওয়ার্মের একমাত্র খাদ্য হচ্ছে আক্রান্ত রোগীর রক্ত। অনেক সময় বক্র কৃমির এক মুখ শিশুদের এপেনডিক্সের মধ্যে প্রবেশ করে। ফলে এপেনডিসাইটিসের মতো উপসর্গ দেখা দেয়। শিশুর নাক, মুখ দিয়েও কৃমি পড়তে পারে। পেটে কৃমির আধিক্যে অন্ত্রনালীর পথ বন্ধ হয়ে যেতে পারে। এছাড়া অন্ত্র ফুটো করে মারাত্মক অবস্হার সৃষ্টি করতে পারে। তাই উপরোক্ত উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
 কৃমি যাতে না হয় সেজন্য নিম্নলিখিত স্বাস্হ্যবিধিগুলো মেনে চলতে হবে। যেমন- 
১. স্বাস্হ্যসম্মত পয়ঃপ্রণালী ব্যবহার করতে হবে। অর্থাৎ জলাবদ্ধ (ওয়াটার সিল ল্যাব ল্যাট্রিন) পায়খানা ব্যবহার করতে হবে। 
২. খাবার আগে ও মল ত্যাগের পর ভালোভাবে সাবান দিয়ে হাত পরিষ্কার করতে হবে। 
৩. নিরাপদ পানি পান করতে হবে। 
৪. শাক-সবজি, ফলমুল ভালোভাবে ধুয়ে খেতে হবে। 
৫. যেখানে সেখানে মল ত্যাগ করা যাবে না। খালি পায়ে না হেঁটে স্যান্ডেল ব্যবহার করা উচিত। 
৬. ভালোভাবে সিদ্ধ করা মাংস খেতে হবে। 
কৃমির চিকিৎসা :  
 ১. কৃমি একটি সাধারণ সমস্যা মনে হলেও এটি মোটেও সাধারণ সমস্যা নয়। তাই কৃমি হলে চিকিৎসা করাতে হবে। 
২. চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ওষুধ খেতে হবে। কৃমির চিকিৎসার জন্য নানা রকম ওষুধ আছে। যেমন-মেবেনডাজল, অ্যালবেনডাজল, লেভিমাজল ইত্যাদি। বড়দের জন্য বড়ি এবং শিশুদের জন্য সিরাপ পাওয়া যায়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
makahjad

Call

ভাই বয়স চাড়া এ ধরনের ওষুধ বিক্রি হয়না।কারন এটা বিষ। বয়স ০ থেকে ২ বৎসর পর্যন্ত মেলফিন সিরাপই উত্তম। ২ থেকে উদ্দে সোলাস টেবলেট। এ ঔষুধ গুলো মেবেন্টাজল গ্রুপের। কোম্পানি ভেদে ঔষুধের নাম চেন্জ হতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একজন সুস্ত মানুেষর তিন মাস পর পর কৃমীর টেবলেট খেতে হয়। Alven ds একটা রাতে খাবারের পর চুষে খাবেন আর একটা ৭দিন পর খাবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ