হোমিও ওষুধ berberis aqu 3d ওষুধটি ব্যবহার করুন, নিশ্চিত আপনার ব্রন কমে যাবে। ওষুধটি ভালো হোমিও ওষুধ ফার্মেসিতে পাবেন। দাম ৭০ টাকা। যদি মুখে চুলকায় তাহলে এলোপ্যাথি betnelan ট্যাবলেট রোজ একটা করে খাবেন।

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

ব্রণ অবশ্যই দুর করা সম্ভব তবে ধৈর্য ধরে ঔষধ চালিয়ে যেতে হবে। একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী। 

এই লিংকে ক্লিক করুন সমাধান পাবেন।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি বেটনোভেট এন ব্যবহার করতে পারেন। আমি প্রথম দিন ব্যবহারেই ফল পেয়েছি। এটা ঘুমাতে যাওয়ার আগে মুখটা পরিষ্কার করার পর মুখে দিতে হয়। ব্রন বারানো বন্ধ হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

সবার মুখে সব ক্রিম সুট করে না। আপনি মুখে

লেবুর রস ব্যবহার করুন, ব্রণ অনেক কমে যাবে। 

আমার নিজের অনেক কমে গিয়েছে। আপনার

যদি লেবুতে অ্যালার্জি না থাকে তাহলে

ব্যবহার করে দেখেন। 

আপনি রোজ রাতে ঘুমোনোর আগে,  মুখে লেবুর রস তুলো দিয়ে ঘসে লাগিয়ে রাখতে পারেন এবং সকালে ঘুম থেকে ওঠার সময় আপনি কোনো ভালো একটি facewash দিয়ে মুখটা পরিষ্কার করে দেন।  আপনার ব্রণ আস্তে আস্তে একেবারেই কমে যাবে, দাগ গুলিও মুছে যাবে। আমি রোজ করি। ( যদি দেখেন আপনার মুখ জ্বলছে লেবুর রস লাগানোর সময়, তাহলে লেবুর রসের সঙ্গে একটু মধু মিশিয়ে নেন, এতে আপনার মুখ জ্বলাটাও কমবে, আবার মুখ আরও ফর্সা হবে)

Talk Doctor Online in Bissoy App