আগামীকাল আমার

উচ্চতর গণিত পরিক্ষা।

কিন্তু আজ লেখা-পড়া থেকে শুরু কোন কিছুই করতে ভাল লাগছে না। শুধু

মাথা ব্যাথা করছে। শুয়ে থেকে বা বসে থেকে উঠলে মাথা ঘুরছে এবং চোখ-মুখ অন্ধকার হয়ে যাচ্ছে।

আমি কি অসুস্থ? আর এটা থেকে মুক্তির উপায় কি?


শেয়ার করুন বন্ধুর সাথে

এটা মানসিক সমস্যা।

মানসিক টেনশন থেকে দূরে থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Mehedi001

Call

আপনি Hypertension এ ভুগছেন, কোন চিন্তা রাখবেন না, পড়ার আগে নিজেকে রিফ্রেশ করে চিন্তামুক্ত করে নিন, আর পড়তে বসলে আপনি ভাবুন আমি তো সবি পারি আমার আবার কিসের এতো চিন্তা আমি এখন শুধু রিভিসন দিব, আর হ্যাঁ পড়ার আগে অধ্যায়গুলো বিভক্ত করে নিন এত প্রেসার কম পরবে পড়াতেও মন বসবে, বেশি চিন্তা করলে এ রকমটা হয়...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

বিনোদন মুলক কিছু দেখুন যেমন হাস্যকর কিছু দেখুন,চিন্তা করে কোন লাভ হবে না,ক্ষতি ছাড়া!মিষ্টান্ন জাতীয় কিছু খান! মনে আনন্দ নিয়ে পড়তে বসুন,দেখবেন চলে যাবে

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ