পুরোনো প্রেমিকাকে এসব কিছুর জন্যে sorry বলুন  । 

যেহেতু আপনার মধ্যে অপরাধবোধ কাজ করছে । 

তার কাছে এসব ব্যাপারের জন্য ক্ষমা চান । 

উনি ক্ষমা করলেই সব ঠিক হয়ে যাবে । 

আর Past is passed ... যা হবার তা হয়েছে এখন যে 

আপনার সঙ্গী হয়েছে তাকে একমাত্র লক্ষ্য ভেবে 

ভালোবেসে যান । 



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কোনো পাপ কাজ করার পরে যদি পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে অনুসূচনায় ভোগেন বা নিজের ভুল বুঝতে পেরে নিজেকে অপরাধী বলে মনে হয় সেক্ষেত্রে আপনার তওবা পড়ে সামনের দিন গুলোতে আর এমনটি হবেনা বলে প্রতিজ্ঞা করেন তবে নাকি আল্লাহ্ তাআলা ও নাকি মাফ করে দেন।  

আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন। যদি মনে করেন আপনার প্রেজেন্ট প্রেমিকা আপনার এই কথা গুলো বলার পর সে নেগেটিভ কোনো রিয়েক্ট করবে না। সেক্ষেত্রে আপনি তাকে সুন্দর ভাবে বুঝিয়ে বলতে পারেন।  আর যদি তা মনে না হয় তা হলে তাকে কিছু বলার দরকার নেই। (সে ক্ষেত্রে আবার হিতে বিপরীত হতে পারে।) আপনি নিজেই প্রমিজ করেন যে ভুল ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না। আর নিজেকে যতো তারাতারি পারেন সুধরে নিন।  আপনার প্রেজেন্ট প্রেমিকা কে ভালোবাসুন এবং তাকে বুঝতে শিখুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি তাকে বলেন যে আমার ভুল হয়েছে আমাকে খমা করে দাও।আমাকে মাপ করে দাও।আমি তোমাকে খুব ভালোবাসি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আসলে না বলে ভালো কাজ করেছেন কারন আপনার কুকর্মের কথা অন্যকে বলনা তাহলে হাসরের ময়দানে সে তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে । (আয়াত না দিতে পারার জন্য আমি দুঃখিত) কিন্তু কাওকে মিথ্য বলা যাবেনা। সেটাও আল্লাহ বলে দিয়েছে। সুতারং আপনি যে হেতু তাকে মিথ্য বলে দিয়েছে এই বিষয়ের জন্য আপনা কে তার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই (আমার মতে) আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিন আর যিনা করা থেকে বিরত থাকুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ভুল মানুষ করতেই পারে।কিন্তু যখন তা বোঝতে পারে তখন আর কিছু করা থাকে না।তবে যেহেতু আপনার সম্পর্কটা ভালো চলছে।এবং একে অপর কে অনেক ভালোবাসেন।কাজেই এখন আর অতিথ প্রকাশ করে লাভ নেই।অতিথ বাদ দিন।ভবিষ্যত নিয়ে চিন্তা করুন

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ