অামার ফোনে unfortunately, The process com. Android. phone has stopped দেখাচ্ছে। কিছুক্ষন আগে দেখছি আমার ফোনের জন্য OTA Upted ছেড়েছে এখান থেকে আপটেড দিয়ে Install করে নিলে সোলভ হবে?
Share with your friends

ফোনে অতিরিক্ত লোড পড়লে এই সমস্যা টা হয়।

এটা আবার পরে ঠিক হইয়া যায়।

ব্যাটারি খুলে আবার লাগিয়ে অন করুন।

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

মোবাইল থেকে অপ্রয়োজনীয় এ্যাপস

গুলো uninstall করুন, 9apps জাতীয়

এ্যাপস গুলো uninstall করুন।

আপনি যে অ্যাপ্সটি ইনিস্টল দিয়েছেন সেই অ্যাপ্সটি হয়তোবা আপনার অ্যান্ড্রুয়েড ভার্সনের জন্য প্রযোজ্য নয়। নতুবা আপনার হ্যানসেটে প্রচুর ম্যালোয়ার বা অ্যাপ্স থাকার দরুন উক্ত অ্যাপ্স লোড নিতে না পারায় অন হচ্ছেনা এবং অমনটা দেখাচ্ছে। আপনি আগে ঐ অ্যাপ্সের ভার্সন চেক করুন তার পর যদি উক্ত ভার্সন সাপর্টেড হয় তবে অব্যাবহৃত বা অপ্রয়োজনীয় অ্যাপ্স গুলো আনইনিস্টল করে উক্ত অ্যাপ্সটি চালু করার চেষ্টা করুন। তাতেও যদি কাজ না হয় তবে আপনি উক্ত অ্যাপ্সটির নতুন ভার্সন থাকলে তা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিন। এর পরেও যদি দেখেন যে অ্যাপ্সটির সব কিছুই ঠিক আছে কিন্তু ইনিস্টল নিচ্ছেনা তখন সর্বশেষ পন্থা হিসেবে আপনাকে আপনার হ্যান্ডসেটটি Factory data reset দিতে হবে। 

আর ফোন Factory data reset দেওয়ার

আগে প্রয়োজনীয় সব ব্যাকআপ রাখবেন।

সমাধান না হলে সর্বশেষ পন্থা হিসেবে

আপনাকে হ্যান্ডসেট টি দোকান থেকে

ফ্লাস করতে হবে।

Talk Doctor Online in Bissoy App