শেয়ার করুন বন্ধুর সাথে

বাংলা ভাষার সকল বর্ণমালা সহযোগে এমন একটা অর্থপূর্ণ বাক্য আছে কিনা আমার জানা নাই। তবে এই রকম একটা বাক্য থাকলে মন্দ হয় না বোধ হয়। সেই ফন্দিতে আসুন আমরা একটা বাক্য লিখি যাতে সকল বর্ণমালাই থাকবে। আবার অর্থপূর্ণ একটা বাক্যও হবে। প্রথম আলো ব্লগের দু-জন ব্লগার এই কাজটি করে দেখিয়েছেন।

পথিক পরাণঃ

"অদ্য আষাঢ়ে ঊষায় ঈশাণ কোণে মেঘের ফাঁকে বিদ্যুৎচ্ছটার ঝলক ঠাওড়ে ঋষভ মিঞা ঔপল আখড়ায় ঐকতান ভাংগিয়া ডমরু ও এসরাজ সহযোগে দুঃখ উথলাইয়া ঢাকে ইমন ধুয়া ব্যঙ্গময় করিলেন"

শাহিদুল হকঃ

"ঊনিশে কার্তিক রাত্র সাড়ে আট ঘটিকায় ভৈরব নিবাসী ব্যাংকের ক্ষুদ্র-ঋণগ্রস্ত অভাবী দুঃস্থ প্রৌঢ় কৃষক এজাজ মিঞা হাতের কাছে ঔষধ থাকিতেও ঐ ঋণের ডরেই চোখে ঝাপসা দেখিয়া বুকের যন্ত্রণায় ঈষৎ কাঁপিয়া উঠিয়া উঠানে বিছানো ধূসর রঙের ফরাশের উপর ঢলিয়া পড়িলেন।"

এছাড়াও শাহিদুল হকের সকল বর্ণের সহযোগে একটি ছড়াও লেখেন-

ক্ষুদ্র ঋণ

ঋণের ডরে প্রৌঢ় কৃষক

ঝাপসা দেখে চোখে

জাল ছড়ানো ঋণের ফাঁদে

না বুঝেই সব ঢোকে।

অবশেষে সব হারিয়ে

নিঃস্ব হয়ে ঘোরে

উপায়হীনের নেই যে কেহ

বাঁচবে তাকে ধরে।

ঔষধপথ্য জোটে না আর

পুলিশ এসে বান্ধে

ঈশান কোণে মেঘের ভয়ে

গরীব মিঞা কান্দে।

শেয়াল সংঘের ঐকতানে

ঠগের বাঁশি বাজে

রাঙা ঊষা আর ওঠে না

চাষার জগৎ মাঝে।

সংগৃহীতঃ সামহোয়্যার

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ