Junait

Call

আপনার উপরোক্ত চাহিদা অনুসারে আমার অভিজ্ঞা মতে কমপক্ষে আপনার প্রসেসর core i 4 নেওয়া উচিত আর যদি বেশি কিনতে পারেন তাহলে তো আরও ভালো। প্রসেসর intel core i 4 = 4800 tk. র্যাম আপনি 4 জিবি ব্যাবহৃত করতে হবে যার মার্কেট মূল্য প্রায় ২৮০০-৩০০০ এবং আমার মতে মাদারবোর্ড.. গিগাবাইট বা এমএসআই নেয়াটা ব্যাটার হবে যার মূল্য 4500-5000 টাকার মধ্যে। হার্ডডিক্স আপনার চাহিদা অনুযায়ী নিতে পারেন. 500 GB = 3500-4000 এবং 1 TB = 4500-5000 টাকা। ডিভিডি রম স্যামসাং নিতে পারেন এটাই সবথেকে ভালো হবে। মনিটর LED কিনলে ভালো হয়, বিভিন্ন দামের আছে 7 - 18 হাজার আপনি LCD ও কিনতে পারেন তার মূল্য ৩-৫ হাজারের মধ্য। আপনার ক্যাচিং সাথে পাওয়ার সাপ্লায় ২৫০০ থেকে ৩০০০ টাকার মধ্য ভালোই পাবেন। হয়ে গেল আপনার পিসি। এখন আপনি এগুলো কিনলেই কাজ করতে পারবেন। কি-বোর্ড মাউস বেশি টাকা নেবে না ১০০০ টাকার মধ্য পাবেন ভালো গুলো। আপনার বাজেট অনুযায়ী স্পিকার ও কিনতে পারেন ৮০০ টাকা থেকে শুরু করে ২০০০০ টাকার মধ্যে। আর কিছু জানতে চাইলে মন্তব্য করুন। তথ্য সুত্রঃ আমার নিজস্ব কম্পিউটার দোকান থেকে

Talk Doctor Online in Bissoy App