Junait

Call

আপনাকে সর্বপ্রথম উপদেশ দেব নতুন করে Windows সেটআপ করার। আপনি যদি windows 10 ব্যাবহারকারী হন তাহলে নতুন সেটআপ করার সময় 7/8 দিতে পারেন কারন windows 10 এ মাঝে মাঝে ওই প্রবলেমটা হয়। আমার কম্পিউটারের ও হয়ে ছিল, নতুন করে windows 7 দেওয়ার পর ঠিক হয়ে দেছে। তাই আপনি windows 7/8 যে কোনটাই দিতে পারেন। এর পরও যদি সমস্যাটি দেখা যায় তাহলে হয়তো আপনার টাস প্যাে সমস্যা তাই আপনি একটি পোর্টএবল মাউস লাগিয়ে দেখুন যদি তাও প্রবলেম হয় তাহলে অভিজ্ঞ টেকনিসিয়ান এর কাছে যান।

Talk Doctor Online in Bissoy App