আমার panasonic p55 novo 8gb android ফোন এ kitkat ভার্সেন করা আছে। এখন আমি lolipop version করতে চাই কীভাবে করব??
Share with your friends

আপনার হ্যান্ডসেটটির নাম ও মডেল উল্লেখ করে   Custom rom lollipop version লিখে গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করলেই উক্ত হ্যান্ডসেটের lollipop version থাকলে তা পেয়ে যাবেন। এর পর সেই custom rom টি ডাউনলোড করে ইনিস্টল করে নিন।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

আপনার মোবাইলের setting এ গিয়ে about phone এ গিয়ে দেখেন, আপনাকে lolipop আপডেট দিয়েছে কি না, যদি দেয় তাহলে করে নিন, আর না দিলে আরেকটি কঠিন এবং রিক্সি পদ্ধতি আছে, আপনি আপনার মোবাইলের নাম দিয়ে গুগুল এ সার্চ করে দেখেন, কোনো lolipop এর কাস্টম রম পান কিনা, যদি পেয়ে যান, তাহলে সেটি ডাউনলোড করে আপনার মোবাইলটিকে রিকোভারি মোড এ নিয়ে গিয়ে ইনস্টল করে নিন, হয়ে যাবে।

Talk Doctor Online in Bissoy App