আমার নাম সোহান কাজী।  

কিন্তু আমি জানি না আসলে কাজী বংস টা কি।  


শেয়ার করুন বন্ধুর সাথে

কাজী উল উজ্জত (প্রধান বিচারপতি) এর অধীনে- ক. কাজী, খ. মুফতি (আইনের ব্যাখ্যাকারী), গ. মীর ই আদল (বিচারপতি) প্রভৃতি পদবীর বিচার বিভাগের লোকজন।

প্রাচীন কালে রাজা বাদশাহদের মননীত বিচারকদের কাজী বলা হতো আর সেই থেকে কাজী বংশের প্রচলন। ন্যায় বিচারক হিসাবে কাজী বংশের সুনাম রয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ