শেয়ার করুন বন্ধুর সাথে

এটা স্বাভাবিক একটা বিষয়। তাই চিন্তার কোনো কারণ নেই। পিরিয়ড মানেই রক্তক্ষরণ আর এ জন্যই যোনি তে ব্যাথা হয়। এর কোনো স্থায়ী সমাধান নেই। তবে সিজ বাথ পদ্ধতিতে এ ব্যাথা কিছুটা উপসম হতে পারে। 

image
এ ভাবে ৩ মিনিট গরম পানিতে কোমর ডুবিয়ে বসে থাকতে হবে। পরের ২/১ মিনিট ঠাণ্ডা পানিতে। এভাবে ২০/২৫ মিনিট সিজ বাথ নিতে হবে। এটাও সপ্তাহে টানা ৩/৪দিন নিতে হবে। শুধু পানি বা পানিতে কিছু লবন, বেকিং সোডা বা ভিনেগারও ব্যবহার করা যায়। 

খুব বেশি ব্যাথা হলে ঔষধ খাওয়া যেতে পারে, তবে তা অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ