আমার বয়স ১৭।লম্বা ৫'২" ওজন ৪৪।উল্লেখ্য,আমার ওজন বাড়েও নি কমেও নি।এক বছর আগে আমার বিয়ে হয়।

আমার পিরিয়ড শুরু হয় যখন আমার বয়স ১৩ বছর।কিন্তু তখন থেকেই পিরিয়ড ইরিগুলার।প্রায়৪০দিনের বেশি ওভার হয়ে যায়।আমার লাস্ট পিরিয়ড হয় মার্চের ২০তারিখ।এর আগে ১১ই জানু, ২৭নভেম্বর।এর আগেরগুলা মনে নাই।

 বিয়ের পর থেকে কোনো ঔষুধ কিংবা জন্ম নিয়ন্ত্রণের কিছুই ইউজ করিনি।কিন্তু বেবী হয় নি।এখন দুই মাসের বেশি সময়  ধরে আমার পিরিয়ড অফ।প্রেগনেন্সি নেগেটিভ।

transvaginal ultrasound এর রিপোর্ট অনুযায়ী জরায়ুর আকার, পজিশন নরমাল আছে।ডিম্বাশয় এর ফলিকল এর সাইজ একটু কম।

কি করলে আমার প্রবলেম সোল্ভ হবে?পিরিয়ড কেন হচ্ছে না?

ফলিকল বলতে কি বুঝায় এবং এর সাইজ কম হওয়ার দ্বারা কি কি সমস্যা হতে পারে?image


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার ওজন এবং হাইট কত?  ফলিকল হচ্ছে ডিম্বাণু যা মাসিকের ১৪-১৫ তম দিনে অন্তত ১৮ মি.মি. হওয়া প্রয়োজন ডিম্বস্ফুটন এর জন্য। ডিম্বস্ফুটন না হলে সন্তান কনসিভ হয় না। ফলিকল বৃদ্ধি হরমোনের কারনে অসাভাবিক হতে পারে। তাই আপনার একজন ভালো ডাক্তারের পরামর্শে থাকা প্রয়োজন।        

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ