আমি প্রায় ১৫ দিন যাবত dermovate cream ব্যবহার করছি...কিন্তু কোনো ফল পাচ্চি না...এবং দেইনিক ব্রন বৃদ্দি পাচ্চে...এখন কি করবো?


Share with your friends
Yakub Ali

Call

এই সব বাদ দিয়ে Acne Aid bar সাবান দিয়ে মুখ ধোবেন দিন তিনবার, প্রতিদিন রাতে Clinface জেল ব্যবহার করবেন। সিরাপ ছাফী খাবেন, ইসবগুলের ভুষি খাবেন পানিতে মিশিয়ে দিন দুইবার। রাত জাগবেন না, পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন। পানি বেশি খাবেন। ব্রণ খুঁটবেন না। ব্রণ সমস্যায় অ্যান্টিবায়োটিক সেবনের প্রয়োজন আছে। তাই ব্রণ সমস্যার জন্য একজন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াই উত্তম।

Talk Doctor Online in Bissoy App

দুটো ব্যবহারে ত্বকে সমস্যা তৈরী হতে পারে আপনি যে কোন একটি ব্যবহার করুন।এ্রিম এ যাবে না।।আপনি মধু ও লেবুর রস ব্যাবহার করুন রাতে।।বরন ওঠবে না বরন চলে যাবে।

Talk Doctor Online in Bissoy App