Call

পর্দার আড়াল থেকে কথা বলেছিলেন। বুখারী হাদিস: ৩৬০৮

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

হ্যা । মিরাজে মহান আল্লাহর সাথে রাসুল স: এর সরাসরি দেখা হয়েছিল । কুরআনে এসেছে মহান আল্লাহ তা"আলা বলেন আমরা নিকটবর্তী হয়েছিলাম । আর এতোটাই নিকটবর্তী হয়েছিলাম যে দুরুত্ব তীর ধনুকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সমান ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

.

মিরাজের রাতে আল্লাহর সাথে রসূলুল্লাহ (সঃ) সরাসরি দেখা হয় নি , আড়ালে কথা হয়েছে । প্রমাণস্বরূপ উল্লেখ করা যায়___

 হযরত শাকীক (রঃ) হযরত আবু যর (রাঃ) কে বলেন: যদি আমি রসূলুল্লাহ (সঃ) কে দেখতাম তবে কমপক্ষে তাঁকে একটি কথা অবশ্যই জিজ্ঞাসা করতাম । তখন আবু যর (রাঃ) শাকীক (রঃ) কে জিজ্ঞাসা করলেন কথাটি কি ? শাকীক (রঃ) উত্তরে বললেন: তিনি আল্লাহ তাআ'লাকে দেখেছিলেন কিনা এই কথাটি । একথা শুনে আবু যর (রাঃ) বললেন: আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম । তিনি উত্তরে বলেছিলেন : আমি তাঁর নূর ( আলো )  দেখেছিলাম । আমি তাঁকে কি করে দেখতে পারি ? ___ মুসনাদে আহমদ 

সূত্র : তাফসির ইবনে কাসির ।

সূরা বনী ইসরাইল এর ১ নং আয়াতের ব্যাখ্যা ।

ত্রয়োদশ খন্ড, পৃষ্ঠা : ২৭৪

এছাড়াও বুখারি শরিফের ৩৬০৮ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মিরাজে আল্লাহর সাথে রসূলুল্লাহ (সঃ) এর সরাসরি দেখা হয় নি , আড়ালে কথা হয়েছে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
এই বিষয় সম্পর্কে সঠিক জানতে, 
মাত্রএকটি হাদীসই যথেষ্ট মনে করছি।।
হাদীসটি হলঃ-
-
মাসরুক (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশাহ (রাঃ)-কে জিজ্ঞেস করলাম, আম্মাজান!
 মুহাম্মাদ (সাঃ) কি তাঁর রবকে দেখেছিলেন? তিনি বললেন, তোমার কথায় আমার গায়ের পশম কাঁটা দিয়ে খাড়া হয়ে গেছে। তিনটি কথা সম্পর্কে তুমি কি জান না যে তোমাকে এ তিনটি কথা বলবে সে মিথ্যাচারী।
 
যদি কেউ তোমাকে বলে যে, মুহাম্মাদ (সাঃ) তাঁর প্রতিপালককে দেখেছেন, তাহলে সে মিথ্যাচারী।।
 তারপর তিনি পাঠ করলেন ‘’তিনি দৃষ্টির অধিগম্য নন, কিন্তু দৃষ্টিশক্তি তাঁর অধিগত’’ আন’আম ৬/১০৩ ‘’মানুষের এমন মর্যাদা নেই যে, আল্লাহ তাঁর সঙ্গে কথা বলবেন, ওয়াহীর মাধ্যম ব্যতীত অথবা পর্দার আড়াল ছাড়া’’ শূরা ৪২/৫১
 
আর যে ব্যক্তি তোমাকে বলবে যে, আগামীকাল কী হবে, তা সে জানে, তাহলে সে মিথ্যাচারী। তারপর তিলাওয়াত করলেন ‘’কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে’’ লুকমান ৩১/৩৪
 
এবং তোমাকে যে বলবে, মুহাম্মাদ (সাঃ) কোন কথা গোপন রেখেছেন, তাহলেও সে মিথ্যাচারী। এরপর তিনি পাঠ করলেন ‘’হে রাসুল! তোমার প্রতিপালকের নিকট হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে, তা প্রচার কর’’ মায়িদাহ ৫/৬৭
 
তবে হাঁ, রাসুল (সাঃ) জিবরীল (আঃ)-কে তাঁর নিজস্ব আকৃতিতে দু’বার দেখেছেন''
-
(সহিহুল বুখারী হাদীস নং ৪৮৫৫)
**সুতরাং মুহাম্মাদ (সঃ) আল্লাহ কে দেখেননি।।
*জান্নাতে জান্নাতিদের সর্ব শ্রেষ্ট নিয়ামত হল তারা সবাই আল্লাহ তায়ালাকে দেখবে।। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত  করুক,
আমিন।।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ