স্যমসাং J5 মোবাইল কিনছি ২মাস হইছে!

ব্যাটারি ব্যাকআপ ভালোই ছিল!

হঠাত কমে গিয়েছিল ব্যাটারি ব্যাকআপ,

এখন মনে হচ্ছে কিছুটা ভাল আগের থেকে,

এই প্রবলেম কেন হয়?

পরিত্রাণ কিভাবে পাবো??

বিঃ দ্রঃ মোবাইল রিসেট দিয়েছিলাম কাজ হয়নি!


Share with your friends

যদি একদমই চার্জ না টিকে তাহলে ব্যাটারীর + ও - এক করে ১ সেকেন্ড রাখুন তার পর মোবাইল অফ অকে চার্জ দি, তার পরেও যদি চা্রজ টিকেনা তখন নেউ ব্যাটারী কিনতে হতে পারে, সাধারনত এন্ড্রিড ফোনের ব্যাটারী কম করে হলেও ২৩০০ এম এইচ থাকা জরুরি।আর মোবাইল চান্জ এ দিয়ে টিভবেন না এতে মোবাইল এর ক্ষতি হয়।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

ব্যাটারিটি মোবাইল থেকে

বার করুন, তারপর ওই তিনটে

অংশ, যেগুলি দিয়ে চার্জ হয়,

ওই তিনটে ভালো করে ঘসে

নিন, তারপর ব্যাটারি প্রবেশ

করিয়ে অন করুন, ভালো সার্ভিস

দিবে ।

(উপায়টি কাজে দিতে পারে, কারণ

ব্যাটারির বয়স বেশিদিন হয়নি)

Talk Doctor Online in Bissoy App