craiglist থেকে ইনকাম করতে পারেন।
এ সম্পরকে বিস্তারিতঃ 
ক্রেগলিস্ট হল একটি অনলাইন বিজ্ঞাপন প্রচার নেটওয়ার্ক যা বিশ্বব্যাপী মুক্ত অনলাইন বিজ্ঞাপন প্রচার মাধ্যম হিসাবে কাজ করছে যেখানে রয়েছে একাধিক বিভাগ যেমন, জব, সেল, সার্ভিস, হাউজিং মোট কথায় বাসা ভাড়া থেকে শুরু করে আপনি আপনার অবসর বিনোদনের জন্য একজনকে খুজে নিতে পারেন ।
www.craiglist.org দেখে নিতে পারেন .....l কেন ক্রেগলিস্ট ব্যবহার করবেন? সাধারনত আমরা যা ইন্টারনেটে কাজ করে থাকি তারা হয়তো অডেস্ক কিংবা ফ্রিলান্সার এ কাজ করি। আমরা ওবশ্য জানি যে কাজ পাওয়াটা কত কঠিন। বিড করে করে বসে থাকি তবুও বায়ারের কোন রিপ্লায় ম্যাসেজ নেয়। আর কাজ পেলেও ওনেক সময়ের ব্যাবধানে প্রচুর পরিশ্রম করে ডেলিভারি দিই। এতে আমাদের আউটপুটও কম আসে।
আর ক্রেগলিস্ট এ এরকম বিড করে বসে থাকার কোন ঝামেলা নেয়। দিনে ৪-৫ ঘন্টা কাজ করে অনাসে ২০-২৫ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন।....... ক্রেগলিস্টে প্রতিদিন হাজারো এাড পোষ্ট হয়ে থাকে| আমদের কাজ হলো এরকম এাড পোষ্ট করা|
উধাহরন দিতে পারি বিক্র্য়.কম......................
বিস্তারিত ভাবে বলি, বিভিন্ন ধরনের এাড বিভিন্ন দেশের বিভিন্ন সিটিটে নিযেষ্ব নাম ঠিকানা দিয়ে পোষ্ট করা হয়| পরে যখন একজন বিদেশী নাগরিক পন্যটির উপর আগ্রহি হয়ে পন্যটি ক্রয় বা ব্যবহারের জন্ন্য আপনার দেওয় নাম ঠিকানয় রিপ্লে ম্যাসেজ দিবে,আর এই রিপ্লে মেসেজ এর মাধ্যমে আপনার ইনকামটা আসবে| ঠিক এভাবে ১০০০ রিপ্লে আসবে একে সাধারনত ধরা হয় ১k| আপনার মেইল আপনার বায়ারের মেইলের সাতে [মাদার মেইল] ফরওয়াড করে দিবেন| পোষ্ট করা এড এর রিপ্লে মেসেজগুলো আপনার মেইলে আসার সাথে সাথে আপনার বায়ারের মেইল বা মাদার মেইলে চলে যাবে| এ থেকে বায়ার বুঝবে আপনি দিনে কতগুলা রিপ্লে পাচ্ছেন| সেই হিসাবে বায়ার আপনাকে টাকা দিবে| .... আশা করছি ক্লিয়ার 

সংগ্রহঃ এখান থেকে
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
live_khan

Call

আপনি যদি এস,ই,ও করে আয় করতে চান সেক্ষেত্রে আপনাকে পরিপূর্ন ভাবে Seo শিখতে হবে না হলে পেমেন্ট পাবেন না বা অর্ধেক পেমেন্ট পাবেন তাই আপনি যদি কোর্স থেকে সফলতা না পান তবে আইটি বাড়ি থেকে সিডি কিনে বাংলায় টিউটিরেয়াল দেখে সহজে আয় করতে পারেন । সিডি কিনতে http://it-bari.com/

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ