আমার মা অসহায়।আমি ছাড়া আর কেউ নেই।
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

• রাসূল (সাঃ)হতে বর্ণিত, একদা এক বাক্তি তাঁকে জিজ্ঞাস করেছিল, “ আমার উপর কার অধিকার সবচেয়েও বেশি। তখন রাসূল (সাঃ) বললেন তোমার মা এর উপর,তারপর কার উপর উত্তরে তিনি বলেন তোমার মা এর উপর, লোকটি আবার জিজ্ঞেস করলেন তারপর কার উপর? উত্তরে রাসূল (সাঃ) বলেন, তোমার মা এর উপর, চতুর্থ বার লোকটি জিজ্ঞেস করলে রাসূল (সাঃ) বলেন, অতঃপর তোমার বাবা”। (সহীহ বুখারি ও মুসলিম)।। • রাসূল (সা:) বলেছেনঃ বেহেশ্ত হচ্ছে মায়েদের পায়ের নিচে। ( কানযুল উম্মালঃ ৪৫৪৩৯, মুনতাখাবে মিযানুল হিকমাহঃ ৬১৪ ) ।। • রাসূল কারিম (সা:) বলেছেনঃ নারীর প্রতি সবচেয়ে বেশি অধিকার হচ্ছে তার স্বামীর,আর পুরুষের উপর সবচেয়ে বেশি অধিকার হচ্ছে তার মায়ের। ( কানযুল উম্মালঃ ৪৪৭৭১, মুনতাখাবে মিযানুল হিকমাহঃ ২৫৪ ) ৩নং হাদিসের মাধ্যমে প্রমানীত যে আপনাকে স্বামীকেই বেছে নিতে হবে,কারন আপনার উপর তার অধিকার এ বেশি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সর্বপ্রথম "মা"। যে তোমাকে দির্ঘ ১০ মাস ১০ দিন গর্ভে

ধারন করেছে, অতি কষ্টে তোমাকে লালন পালন করে

বড় করে তুলেছেন, যার জন্য আজ তুমি এই দুনিয়াতে

এসেছো, আর পেয়েছো হাজব্যান্ড। সেই মা সকল কিছুর

উপরে। "মা" কে কষ্ট দিয়েন না প্লিজ প্লিজ প্লিজ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ