RAM চেক করার পদ্ধতি: প্রথমে run এ যান। স্টার্ট মেনুতে গিয়ে টাইপ করুন Run অথবা Windows Key + R প্রেস করুন। তাহলে রান উইন্ডো ওপেন হবে। run এ কমান্ড দিন mdsched.exe তারপর ওকে বাটনে প্রেস করুন বা এন্টার প্রেস করুন। একটি উইন্ডো ওপেন হবে সেখানে দুটো অপশন থাকবে। সেখান থেকে যেকোন একটি অপশন পছন্দ করুন। Restart now and check for problems (recommended) এই অপশনে ক্লিক করলে আপনার পিসি সাথে সাথে রিস্টার্ট হয়ে মেমোরি স্ক্যান করা শুরু করবে। তবে এটাতে ক্লিক করার আগে কোন ফাইল ওপেন থাকলে তা সেভ করে রেখে নিবেন এবং অন্যান্য ওপেন করা প্রোগ্রাম গুলো ক্লোজ করে নিবেন। Check for problems the next time I start my computer এই অপশনে ক্লিক করলে আপনি পিসি বন্ধ করার পর যখন পুনরায় চালু করবেন তখনই স্ক্যান করা শুরু হবে। তখনই যার্ম দেখতে পাবেন। তো এবার চেক করে দেখুন, আপনার কম্পিউটারের RAM সুস্থ আছে কি না।

Talk Doctor Online in Bissoy App