দাঁতের মাঝে কারো কারো বেলায় একটি বিশেষ ফাঁকা লক্ষ করা যায়। এ ধরনের ফাঁকাকে ডেন্টাল সার্জনরা ডায়াস্টিমা বলে থাকেন। ডায়াস্টিমা প্রকৃতিগতভাবে স্থায়ীভাবে তাদের একটি সমস্যা। কিন্তু এর জন্য বস্তুত কেউই দায়ী নয়। সমস্যা থাকলে তার সমাধান নিশ্চয়ই আছে। ডেন্টাল সার্জনরা খুবই নিয়মতান্ত্রিক ও সহজ কিছু চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এ সমস্যার সমাধান দিয়ে থাকেন। ডেন্টাল সার্জনরা ডায়াস্টিমা সমস্যা সমাধানে বেশকিছু চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকেন। এর মধ্যে একটি হলো অর্থোডোনটিক চিকিৎসা পদ্ধতি। যেখানে ব্রেসেস নামক বন্ধনীর সাহায্যে এ বিশেষ ফাঁকা জায়গা কমিয়ে আনা যায়। এটি একটু ব্যয়বহুল। তবে পোরসেলিন ভেনিয়ার অপেক্ষাকৃত স্বল্পমূল্যের চিকিৎসা পদ্ধতি। যাকে ইনস্ট্যান্ট অর্থোডোনটিক চিকিৎসা বলা হয়। অন্যান্য উন্নত দেশের তুলনায় আমাদের দেশের দুটো পদ্ধতির ব্যয় কম হলেও সবচেয়ে স্বল্পমূল্যের পদ্ধতিটি হলো কনভেনশনাল ক্রাউনব্রিজ। এটি খুবই চমৎকার একটি পদ্ধতি। অনেক সময় এটি পোরসেলিন ভেনিয়ার থেকে বেশি কার্যকর। ডায়াস্টিমার সমস্যার সমাধান এখন আপনার হাতের নাগালে। তাই সৌন্দর্যহীনতার সঙ্গে সঙ্গে আপনি যেন ব্যক্তিত্বহীনতায় আক্রান্ত না হয়ে পড়েন সে জন্য অভিজ্ঞ একজন ডেন্টাল ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনার আর্থিক সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনার দাঁতের কি সমস্যা তা না দেখে বলা সম্ভব না,তাছাড়া দাঁতের ব্যাপারে হেলাফেলা না করে একজন ভালো ডেন্টিস এর পরামর্শ নিন।

আন্তাজে না দেখে অনেকে উপদেশ দিবে,এতে হয়তো আরো খারাপ হতে পারে অবস্থা,তাই জরুরি ডেন্টিসের পরামর্শ নেওয়াই ভাকো হবে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ