কলেজের  রেজাল্ট ১৬/৬ এ আর টেকনিক্যাল এরটা ২৬/৬ এ।  এখন সমস্যা হলো, কলেজে যদি ভর্তি না হই তবে তো মেরিট লিস্ট ওয়েটিং লিস্ট দ্বারা পূর্ণ হয়ে যাবে।  আবার টেকনিক্যালে চান্স পেলে কলেজের ভর্তির টাকা গচ্ছা যাবে। এখন কি করনীয়? 


শেয়ার করুন বন্ধুর সাথে
জীবনের প্রশ্নে টাকার চিন্তা করে কি
লাভ হয় বলুন! আপনি যেটা করছেন সেটা
ঠিকই আছে তবে সাপোর্ট লাইন ২টাই রাখুন।
দেখাগেলো আপনি ট্যাকনিক্যালে চান্স পাইলেন
না তখন তো কিচ্ছু করার নেই একবছর বসে থাকা
ছাড়া। তাই কলেজের টাও পুর্ন খেয়াল রাখুন।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ