স্যামসাং এর নেটওয়ার্ক প্লাটফর্ম চার্জ খায়। অর্থাৎ আপনার মোবাইলে সিম কানেকশন দেওয়া থাকলেই চার্জ খাইতে থাকবে। মোবাইলের কাভার বক্স টাতে ব্যাটারিতে খেয়াল করে দেখুন ডিপেন্ডেন্ট অন নেটওয়ার্ক লেখা আছে।।

Talk Doctor Online in Bissoy App
TarikAziz

Call

বন্ধ থাকলেও চার্জ কাবে, যদি আপনার

মোবাইলের মধ্যে ব্যাকগ্রাউন্ড-এ কোনো 

চলতে  থাকে তো, অনেক সময় মোবাইল

বন্ধ করার পরেও কিছু কিছু অ্যাপ চলতে

থাকে, এবং তারা ব্যাটারির চার্জ টানতে থাকে,

তাই চার্জ ফুরোতে থাকে। 

Talk Doctor Online in Bissoy App

স্যামসাং এর নেটওয়ার্ক প্লাটফর্ম চার্জ খায়। অর্থাৎ আপনার মোবাইলে সিম কানেকশন দেওয়া থাকলেই চার্জ খাইতে থাকবে। মোবাইল বন্ধ করার আগে আপনি "airplane mood " দিয়ে বন্ধ করুন, এবং পরবর্তী তে অন করে দেখবেন চার্জ আগের জায়গাতেই আছে।

Talk Doctor Online in Bissoy App

বন্ধ থাকার পরেও চার্জ ফুরিয়ে 

গেলে বুঝতে হবে আপনার বেটারির 

আয়ুষ্কাল কমে গেছে অথবা বডি শর্ট । 

সাধারণত Samsung Galaxy এর 

S সিরিজের ফোনগুলোতে এই সমস্যা 

বেশি পরিলক্ষিত হয় । 

Talk Doctor Online in Bissoy App