আমার জানামতে ইতালিতে এরকম সমস্যার ডাক্তারের প্রেসক্রিপসন ছাড়া ঔষুধ দেবেনা।

আর যদি আপনার এই সমস্যার কথা বলি তাহলে এই আঠালো পানি জিনিস টা গাঢ় না হয়ে পাতলা হয় মানে পানির মত তবে একটু পিচ্ছিল হয় এটাকে"কাম রস" বলা হয়। ইংরেজীতে " Dog Water" বলে।

কাম রস বের হওয়ার ফলে রোজার কোন সমস্যা হবেনা

এটার ফলে আপনার গোসল করতে হবেনা

শুধু যেখানে লাগে কাপড়ের সেই অংশ টুকু ধুয়ে নিলে হবে।

>>>তবে হ্যা সেটা যদি কাম রস না হয়ে বীর্য হয় আর যদি সেটা ইচ্ছাকৃত বাহির করেন তাহলে আপনার রোজা হবেনা,এমনকি গোসল ফরয হয়ে যাবে।

আর অনিচ্ছাকৃত মানে স্বপ্নদোষ হয় তবে রোজা ভাঙ্গবেনা কিন্তু গোসল করতে হবে।

আল্লাহ্ অনিচ্ছাকৃত জিনিস গুলো ক্ষমা করে দেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ