সরকারী মেডিকেলেMBBS ডাক্তারদের কি সরকার বেতন দেয় এবং বেতনটা কত হয়ে থাকে?
Share with your friends

ডাক্টারটি যদি প্রাইভেট হাসপাতালে চাকুরি করে থাকেন তাহলে তার বেতন সেই প্রাইভেট হাসপাতালটি বহন করে। অন্যদিকে তিনি যদি সরকারি হাসপাতালে চাকুরীরত থাকেন তাহলে তার বেতন সরকার বহন করবে। এছাড়াও সরকারী ভাবে এমবিবিএস ডাক্টারটা বিভিন্ন ভাতা ও ওন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন।

Talk Doctor Online in Bissoy App