AbdulHalim

Call

ইন্টারভিউয়ের জন্য পোশাক নির্বাচনঃ

ফরমাল প্যান্টের সাথে ফুল হাতার ফরমাল শার্ট ইন করে পরবেন। সাথে টাই এবং জুতা পরবেন।আপনার পোশাকের সাথে মানানসই জুতা পরুন।

নীল, সাদা, ধূসর এবং গাড় বাদামী রঙের পোশাক পরা ভাল। রঙের আধিক্য রয়েছে এমন শার্ট প্যান্ট এড়িয়ে চলুন। কালো রঙ-এর শার্ট-প্যান্ট একসাথে পরবেন না, চাকরির ইন্টারভিউ দিতে একচেটিয়া কালো রঙ এড়িয়ে যাওয়াই ভাল।সাধারণত সাদা শার্ট ও কালো প্যান্টকে সাধারণত ইন্টারভিউ-এর আদর্শ পোশাক ধরা হয়।

আচরণঃ অনুমতি নিয়ে প্রবেশ করুন।এমনভাবে হাটুন যাতে জুতায় আওয়াজ করেনা।অনুমতি নিয়ে বসুন।হাত টেবিলের উপর বা চেয়ারের হাতলে রাখবেন না,আপনার কোলের উপর রাখবেন।নার্ভাস ফিল করলে নাক দিয়ে নিশ্বাস নিয়ে আস্তে আস্তে করে মুখ দিয়ে ছাড়ুন তবে যাতে চাপ অনেকাংশে কমে যাবে।হাসি মুখে থাকুন,তাদের বুঝাতে ট্রাই করুন যে আপনি নরমাল আছেন।

Talk Doctor Online in Bissoy App

Call

শালীন ভদ্র রুচিসম্পূর্ন্য পোশাক পরতে হবে. চুলের কোন স্টাইল করে না যাওয়ায় ভালো. স্যারদের সাথে ভালো ব্যাবহার করবেন। রুমে ঢুকার সময় অনুমিতি না নিয়ে সিটে বসবেন না। কথা বলার সময় স্যারের দিকে তাকিয়ে কথা বলবেন অর্থাৎ আই কনট্রাক।। সব প্রশ্নের উত্তর না পারলেও ঘাবরে যাবেন না। মাথা ঠান্ডা রাখবেন। চলে আসার সময় সালাম দিয়ে আসবেন

Talk Doctor Online in Bissoy App