AbdulHalim

Call
ভাই আপনার রেজাল্ট হয়তো আপনার বন্ধুদের তুলনায় খারাপ হতে পারে কিন্তু বাস্তবিক পক্ষে আপনার রেজাল্ট খারাপ নয়,জ্যাঁ এটা বলতে পারেন যে রেজাল্ট আপনার আশানুরুপ হয়নি।আপনি এইচএসসি তে আরো ভালো রেজাল্ট করুন,অনেক এডভান্টেজ পাবেন।সাধানণত যে সকল বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে পয়েন্টের উপর নম্বর কাউন্ট করে সকল ক্ষেত্রেই এইচএসসি রেজাল্টের উপর বেশি নম্বর কাউন্ট করে।
যাহোক,বর্তমান অবস্হার যদি তেমন উল্লেখযোগ্য পরিবর্তন না হয় তবে এসএসসির এই রেজাল্ট এবং এইচএসসির এমন বা তার বেশি পয়েন্ট নিয়ে ঢাবি সহ (যদি বিজ্ঞান বিভাগের না হন) দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের যোগ্যতা রাখেন।আর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ সেশনে ক ইউনিটের জন্য যোগ্যতা ছিলো এইচএসসি এসএসসি মিলে ৬.৫ পয়েন্ট এবং খ ইউনিটে ৭ পয়েন্ট।তবে কোনটিতে ৩ পয়েন্টের নিচে হলে আবেদন করা ডাবে না।সেই হিসাবে আপনার এসএসসির রেজাল্ট অনুযায়ী আপনি আবেদনের যোগ্য।এখন বাকি এইচএসসি টা আরো ভালো রেজাল্ট করারা।
Talk Doctor Online in Bissoy App