এন্ড্রয়েড ফোনের Data usage এ Data Roaming, Restrict Data, Auto Sync Data এগুলো দ্বারা কী বোঝায়? এগুলো কোনটি করলে কি হয়, প্লিজ বুঝিয়ে বলেন।
Share with your friends
Unknown

Call

Data Roaming: দেশের গিয়েও নিজস্ব অপারেটরের ডাটা ব্যবহার করার জন্য রোমিং চালু করা হয়। উদাহরণস্বরুপ: আপনি রবির গ্রাহক, নেপালে বেড়াতে গেলেন। এখন সেখানে আপনি সহজে লোকাল সিম পাবেননা, আবার ওয়াইফাই ও নেই। এমতাবস্থায় ডাটা রোমিং এর মাধ্যমে রবি সিমের ডাটা ব্যবহার করেই আপনি ইন্টারনেটে এক্সেস করতে পারবেন। তবে এক্ষেত্রে সাধারণের চেয়ে অনেক বেশি চার্জ করা হয় এবং স্পিড 2জি থাকে। 

Restrict Background Data: এটি চালু করলে আপনার ফোনের কোনো অ্যাপ অব্যবহৃত অবস্থায় ডাটা ব্যবহার করতে পারবেনা। 

Auto Sync Data: এটি চালু থাকলে অটোমেটিক আপনার ফোনে যুক্ত বিভিন্ন একাউন্ট (ফেসবুক, জিমেইল, হোয়াটসঅ্যাপ ইত্যাদি) প্রয়োজনানুসারে ডাটা ডাউনলোড বা আপলোড করতে পারবে। উদাহরণস্বরুপ: এটি অন থাকলে জিমেইলে প্রবেশ না করলেও নতুন ইমেইল আসলে আপনি নোটিফিকেশন পাবেন, কিন্তু অফ থাকলে নিজে ম্যানুয়ালি জিমেইলে প্রবেশ করে দেখতে হবে নতুন মেইল আসলো কি না।

Talk Doctor Online in Bissoy App