ফার্মেসি ব্যাবসা করার জন্য ফার্মেসি কোর্স বা ফার্মাসিস্ট ট্রেনিং নেওয়ার জন্য কতটুকু শিক্ষাগত যগ্যতা প্রয়োজন হয়,,,শিক্ষাগত যগ্যতা ছারা এই কোর্স করা যায়?
শেয়ার করুন বন্ধুর সাথে

অবশ্যই শিক্ষাগত যোগ্যতা লাগবে,তবে ধরা বাধা কোন যোগ্যতা নির্ধারিত নাই,ইংরেজি বুঝতে পারলেই হলে।নূন্যতম এস,এস,সি পাশ দরকারই, দরকার দুটি জিনিস ১- ফার্মাসিস্টেরর ট্রেনিং ২- ড্রাগ লাইসেস। ড্রাগ লাইসেন্সের জন্যে আবেদন করতে যা প্রয়োজনঃ ১। ট্রেড লাইসেন্স ২। টি.আই.এন সনদপত্রের ফটোকপি ৩। পাসপোর্ট সাইজের ছবি ৪। ব্যাংক একাউন্ট এবং ব্যাংক সচ্ছলতার সনদপত্র ৫। দোকান ভাড়ার রসিদ/চুক্তিপত্র (নিজস্ব দোকানের ক্ষেত্রে দলিলের সত্যায়িত ফটোকপি) ৬। ফার্মাসিস্ট ট্রেনিয়ের সনদপত্রের ফটোকপি ৭। নাগরিকত্বের সনদপত্র/ভোটার আই.ডি কার্ডের ফটোকপি ৮। ফার্মাসিস্টের অঙ্গীকারপত্র [ফরম নম্বর-৭] (যথাযথ ভাবে পূরণকৃত) যোগাযোগের ঠিকানাঃ বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতর ১০৫-১০৬ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ