যায় wifi ব্যবহার করা কিন্তু আপনার আগে একটা রাওটার কিনতে হবে তারপর আপনার পিছি তে সেট করতে হবে এবং একটা wifi সফ্টওয়ার ইনসটল করে আপনি wifi চালাতে পারবেন

Talk Doctor Online in Bissoy App
Yakub Ali

Call

দেখুন আপনার পিসির পেছনেই আছে।

টেলিফোনের জেক এর মতো।

ঔটাতে আপনার ব্রডব্যান্ড ওয়াইফাইর

ক্যাবল দিয়ে কানেকশন দিলেই চলবে।

জেক টি যদি খারাপ থাকে, তাহলে

লেন কর্ড, অথবা ইউ এস বি, ওয়াইফাই

কর্ড দিয়ে চালাতে পারবেন।

দাম 150/200 টাকা নিবে।

Talk Doctor Online in Bissoy App

সাধারনত ডেস্কটপ কম্পিউটারে ওয়াইফাই থাকেনা।কম্পিউটারের যেকোনো দোকান থেকে ওয়াইফাই কার্ড ডিভাইস (ইউএসবি বা পিসিয়াই) কিনে লাগাতে পাড়েন।দাম ৫০০/= থেকে ২৫০০/= নিবে।

Talk Doctor Online in Bissoy App

পিসির জন্য বাজারে ওয়াইফাই এডাপ্টার কিনতে পাওয়া যায়। ওগুলো কিনে এনে ইউএসবিতে লাগিয়ে সাথে থাকা ডিস্ক দিয়ে পিসিতে ড্রাইভার ইন্সটল করুন। এখন পিসিতেই ওয়াইফাই চালতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App