AbdulHalim

Call

নিজ খরচে বেসরকারি পলিটেকনিকে পড়তে পারবেন কিনা তা নির্ভর করবে আপনার অর্থের যেগানের উপর।বেসরকারি পলিটেকনিকে পড়তে শুধুমাত্র একাডেমিক খরচ পড়বে ইনস্টিটিউট বেদে ১২-১৪ হাজার টাকা প্রায়।এখন এই খরচ বহন করে আপনি নিজ খরচে পড়তে পারবেন কিনা তা আপনিই ভালো বুঝবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপনি যদি মাসে ৮০০০-১০০০০ টাকা (থাকা আর খাওয়া খরচ সহ + সেমিস্টার ফি) ইনকাম করতে পারেন তাহলে আমি বলবো আপনার নিজের খরচে আপনি বেসরকারি পলিটেকনিক এ পড়তে পারবেন। তবে বেশির ভাগ ক্ষেত্রে বেসরকারি তে পড়ুয়া ছাত্ররা হয় পরিবার থেকে সাপোর্ট পাই অথবা নিজে কিছু করে আর পাশাপাশি পরিবার থেকে অল্প কিছু আর্থিক সাপোর্ট নেয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

এটা নির্ভর করছে আপনার অর্থ সামর্থ্য উপর। আমি আপনাকে ইন্সটিটিউট খরচ উল্লেখ করছি এরপর সিদ্ধান্ত আপনার।

ভর্তি ফরম ১০০-২০০ টাকা

ভর্তি ফি ৫০০০-৭০০০ টাকা

৮ টি সেমিস্টার ৬ মাস পরপর

বই খরচ সেমিস্টার প্রতি ১০০০-১৩০০ টাকা

প্রতি সেমিস্টার ফি ১০,০০০-১৫,০০০ টাকা

লাইব্রেরি + ল্যাব ফি ২০০-৩০০ টাকা

প্রতি সেমিস্টার পরীক্ষা ফর্মফিলাপ+ এডমিট কার্ড ফি ৫০০-১০০০ টাকা

এই হল মোটামুটি খরচ প্রতি সেমিস্টার পার করতে। ইন্সটিটিউট ভেদে খরচ কমবেশি হবে এবং আনুষঙ্গিক খরচ নির্ভর করবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ