শেয়ার করুন বন্ধুর সাথে

Call

মৌলের e- বিন্যাসে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা = তার পর্যায় সংখ্যা। উদাহরণ: C=1s^2 2s^2 2p^4, এখানে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো 2 সুতরাং এর পর্যায় সংখ্যাও দুই। সর্ব বহিঃস্থস্তরে s^1 থাকলে তা গ্রুপ ১ এর মৌল, যেমন: Li=1s^2 2s^1 এটি গ্রুপ ১ এ অবস্থিত। শেষ স্তরে s^2 থাকলে গ্রুপ ২ এর মৌল, যেমন: Be=1s^2 2s^2, এর গ্রুপ দুই। সর্ববহিঃস্থস্তরে p থাকলে 12 + p এর e- সংখ্যা = তার গ্রুপ সংখ্যা, যেমন: B- 1s^2 2s^2 2p^1 এর গ্রুপ সংখ্যা ১২+১=১৩। শেষ স্তরে d অরবিটাল থাকলে d এর e- + পরবর্তি s এর e-, যেমন: Sc- 1s^2 2S^2 3s^2 3p^6 3d^1 4s^2, এর গ্রুপ সংখ্যা ১+২=৩। বাদবাকি ল্যান্থানাইড ও অ্যাক্টিনাইড সিরিজ যথাক্রমে পর্যায় ৬ ও ৭ এবং গ্রুপ ৩ এ অবস্থিত। না বুঝলে বলবেন।, OK

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

সর্বোচ্চ অরবিটাল সংখ্যা পর্যায় এবং সর্বশেষ কক্ষপথের ইলেক্ট্রণ সংখ্যা গ্রুপ নির্দেদেশ করে।

যেমনঃ Ca (20) - 1s^2,2s^2,2p^6,3s^2,3p^6,3d^0,4s^2

এখানে Ca এর সর্বোচ্চ অরবিটাল সংখ্যা চার তাই পর্যায় চার। আর সর্বশেষ কক্ষপথে ইলেক্ট্রণ সংখ্যা চার তাই গ্রুপ চার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ