আমার Mycell Spider A1 স্মার্টফফোনটি নতুন কিনেছি ২ মাস আগে। এর ব্যাটারি 1650 mAH. প্রথম থেকেই এতে চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়। উল্লেখ্য যে আমি সবসময় Brightness একেবারে কমিয়ে রাখি এবং শক্তিশালী কোন এপস ও রাখিনা। আমার জানামতে এর ব্যাটারি তে কোন সমস্যা নাই। এখন কিভাবে চার্জে বেশী সময় যাবে, প্লিজ বলেন।
Share with your friends
Yakub Ali

Call
অপেক্ষাকৃত একটু কম দামের ফোন গুলোতে
প্রথম থেকেই এই সমস্যার মুখোমুখি হতে হয়।
আমি নিজেও ব্যাপার টি লক্ষ্য করেছি।
তবুও পরামর্শ রইল কাস্টমার কেয়ারে
একবার বিষয় টি বলা।
ব্যাটারী যে mah লিখা থাকে সেটি
পরিপূর্ণ নয় সম্ভবত।
Talk Doctor Online in Bissoy App

আপনার ব্যাটারির ধারণক্ষমতা তুলনামূলকভাবে কম।এটা অন্যতম একটি কারণ অন্যান্য ফোন থেকে আপনার ফোনে চার্জ কম সময় ধরে থাকার। আর চার্জ বেশি সময় ধরে রাখতে Greenify App টি ব্যবহার করুন।

Talk Doctor Online in Bissoy App