আমি ২০১৬ সালের দাখিল পরিক্ষায় সব বিষয়ে এ প্লাস পেয়ে গোল্ডেণ এ প্লাস পেয়েছি । কিন্তু অপশনাল বিষয় উচ্চতর গনিত ছাড়া কত পয়েন্ট পেয়েছি তা কি করে বের করব ? এর নিয়ম টা কি ?
Share with your friends

4th subject এ প্রাপ্ত পয়েন্ট থেকে ২ পয়েন্ট বাদ দিয়ে মোট জিপিএ হিসাব করা হয়। আপনার সবগুলো সাব্জেক্টে প্রাপ্ত পয়েন্ট একত্রে যোগ করে তা থেকে 4th subject এর জিপি-এ অর্থাৎ A+ পেলে ৩ পয়েন্ট যোগ হয় মোট জিপি-এর সাথে। তা বাদ দিয়ে মোট জিপিএ কে সাব্জেক্ট সংখ্যা দিয়ে ভাগ করলেই 4th subject বাদে জিপিএ হিসাব পাবেন।

Talk Doctor Online in Bissoy App