সংক্ষিত প্রেমের কবিতা
শেয়ার করুন বন্ধুর সাথে
TarikAziz

Call

তুমি কি শুনবে ...আমার ভাল-মন্দ লাগা কিংবা দুঃখ ব্য...

জ্যোৎস্না রাতে চাঁদ দেখতে ভীষণ লাগে ভাল....এই কি আ...

বিনা দোষে পেলাম এত্ত সাজা..

'মেঘ' তোমাকে নিয়ে লিখে চাই ..কিন্তু পারলাম না..

মেঘ তাকেই এখন ভালবাসি তোমায় না পেয়ে...যেই মেঘ আমাক...

মন বলে একবার তোময় দেখতে পাই যদি,সার্থক হবে আমার প্...

নির্জনতার মাঝেই আমি নিজেকেই খুঁজে পাই..

তোমার কথাই যে মনে পড়ে...রাত্রি যখন আসে চুপিসারে

আমায় পাবে না খুঁজে...যখন হারিয়া যাব সবার শেষে..

আমি তোমার ভালবাসার স্পর্শ পেয়ে হয়েছি পরিপূর্ণ,তবুও...

আমি তোমার ভালবাসার স্পর্শ পেয়ে হয়েছি পরিপূর্ণ,তবুও...

তোমার সব অনুভুতিতে যা কভু হবেনা অবসন্ন

তোমার কাছে এসে.....

কেমন করা দেকবো তোমায়..তুমি কোথায়

প্রিয় সেই সময়গুলি..

তার কথা আজ পরছে খুব মনা...সে যে আমার প্রিয় প্রিয়তম...

বন্ধু তোমায়

ভুল বুঝ না আমায়.......

অতুলনীয় তুমি

এটাই কি আমার বড় ভুল, তোমাকে ভালবাসা ?

কুমার জীবন

আমার চারপাশে

পুরানো চিঠি

নতুন নয়ত কিছু!

তোমার তরে হাসিমুখে

কষ্টকে জয় করতে

তুমিই আমার ভুবন

একাকী পথচলা

শুধু একবার বলো, ‘ভালবাসি শুধুই তোমায়’

কিছুভুল

বাস্তব জীবন

একাকী পথ চলা

শেষের দিনগুলো 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Yakub Ali

Call

রাতগুলো আমার, দিনগুলো সৎ মানুষের !! মরুভূমির কাপন দেখেছি, দেখেছি রুক্ষতার আনন্দ।

তোমাকে আমি হঠাৎ পেয়েছি, হারিয়েছি সব

ছন্দ।

তপ্ত বালুতে ফুটতে দেখেছি রক্ত রঙ্গিন ফুল।

হঠাৎ হাওয়ায় উড়তে দেখেছি, তোমার খোলা

চুল! ভাঙ্গল আমার ভুল! 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

কাছে এসো পাখি
আতাউল্লাহ আহমাদ

ওগো আমার মুম পাখি ঘুঘু টিয়া ময়না
তোমার মত মজার পাখি এই জগতে হয়না
খাচার মাঝে বন্দি তুমি দরজা যাবে খুলে
বাহির হয়ে আসলে কাছে টেনে নিব কোলে
আদর করে গন্ডদ্বয়ে দিব দুখান চুমা
মাথার উপর হাত রেখে বলব পাখি ঘুমা 
যেথায় থাকি পাখি তোমায় রাখব আমার কাছে
সকল দুঃখ যাবে ভুলে যা পেয়েছ পিছে
কত আদর করব তোমায় বুঝনা কেন পাখি?
বাঁধন খুলে কাছে নেবার কদিন আছে বাকি?
কথায় কাজে কষ্ট পেয়ে যাসনে পাখি দূরে
ময়ার টানে কাছে আবার আসবে জানি ফিরে
মায়ার বাঁধন শক্ত অনেক ছিন্ন নাহি হয়
তার পরেও ছিন্ন হবার লাগছে অনেক ভয় 
আমার কাছে আসার পাখি কর অঙ্গিকার
পাখি তোমায় ভালোবাসি বলছি বারংবার
বাধা আসতে পারে পাখি কাছে আসার পথে
সকল বাধা ভাঙ্গতে হবে বিজয় দেখা পেতে।

মুম পাখি এক জীবন্ত
অতি পরিচিত কেউ....................

১৬-১-২০১৪

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
parvezzahid

Call

চিঠি পারভেজ জাহিদ ............... প্রিয় কৃষ্ণচূড়া, চোখ খুলে দেখা প্রথম ভোরের দৃশ্যপট তুই। চোখের তারা আর সেতারার মাঝে আলোকবর্ষ দূরত্ব তুই। আমার অগোছালো স্বাধীনতার আনন্দ তুই। প্রিয় কৃষ্ণচূড়া, হাঁসেদের ভেসে চলা আনন্দের প্যাঁকপ্যাঁক শব্দ তুই। এলার্মের বিরক্তিকর সাইরেনর শাষণ তুই। অযতা প্রলাপের বাহানায় ভালবাসি বলার মুহূর্ত তুই। প্রিয় কৃষ্ণচূড়া, হিমশীতল জলেও আমার আনন্দ স্নান তুই। বিজ্ঞাপনের পরে মোশারফের নাটকও তুই। বর্ষায় মগডালে বসে থাকা একটি ভিজা কাকও তুই। প্রিয় কৃষ্ণচূড়া, আমার হৃদপিন্ডের মাঝে ডান ও বাম অলিন্দ তুই। ফুসফুসে পাম্প করা অম্লজান তুই। আতকে উঠা আকাশে ঐ সোনালি আলোটাও তুই। প্রিয় কৃষ্ণচূড়া, জোনাকিদের সবপ্নের মাঝে এনুফিলিসের কামড় তুই। ডাক্তার বাবুর সিরিঞ্জের ভিতরে থাকা সুখানুভূতিও তুই। আমার এলোমেলো সবপ্নের বাম্পার ফলনও তুই। প্রিয় কৃষ্ণচূড়া, তোর রূপে মুগ্ধ হওয়া এডিসনের অনেকগুলো চোখ তুই। আমার রূপকথায় কোপার্নিকাসের ছায়াপথ তুই। তোর অসাধারণ চোখের গভীরে আমার সাধারণ চিন্তাও তুই। প্রিয় কৃষ্ণচূড়া, আমার মনোমন্ডলে সাদা ফুলেদের সুবাস তুই। অসংখ্যবার আমার আঙ্গিনায় ফিরে দেখা চিল তুই। ভালবেসে অসংখ্যবার "তুই" বলা তুই... প্রিয় কৃষঞ্চূড়া তুই...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

"ফিরে এসো তুমি" (স্বরচিত)

 ফিরে এসো তুমি ___

ওগো মোর প্রিয়তমা,

দেখা দাওনা তুমি___

তুমি হীনা বাঁচব না ।

স্বপ্ন দেখিয়েছ তুমি___

তা ভুলতে পারিনা,

ভালবাসা দিয়েছ তুমি___

আমায় ছেড়ে চলে যেওনা ।

এসো বন্ধু ! এসোনা ফিরে___

তোমার অপেক্ষায় আছি দাঁড়িয়ে,

মালা গেঁথেছি তোমার তরে___

তোমার গলায় দেব পরিয়ে ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

একটা কবিতা লিখব বলে বসে আছি আনমনে, 

মনে পরে গেছে সেদিনের দোহারি রাতের কথা। 

মুখিয়ে থাকা চোখে , লোকিত গগনলোচন, শাওনের 

বারিপাতে অবিরত চলা দাদুরীর বচন। 

পাশে এসে বসে থাকা গল্প বলা মেয়েটি, 

হঠাৎ চিমটি কাটে। তুষার নরম হাতটি 

অবলীলায় ধরে ফেলি। লাজুক আভায় 

অস্থির হয়ে উঠে তাকে আশ্বাস দেই, 

সুস্থির হয়ে বসার জন্য।মনে পরে যায় 

শৈশবের কিছু রঙিনক্ষণ। আদি, অনন্ত, 

অনিঃশেষ সে গল্প বলা। বিরতিহীন 

কল্পনার মূলোৎপাটনে, রাত্রি ঘুমিয়ে 

পরে রবির সূচনে। তবুও আমার চোখে 

ঘুম নেই। আমি জেগে থাকি, সাথে মেয়েটিও। 

তার গল্প বলা থামে না। একটানা বলে যায়, 

আপন রঙের ভুবনে। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ