Share with your friends

এটা ইউএসপিনএর একটা প্রতিবেদন মাত্র। পুনে কর্তক এবিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয় নি।

Talk Doctor Online in Bissoy App
Manik Raj

Call

এবারের আইপিএল শুরু হবার পর থেকে অনেক ইনজুরির সৃষ্টি হয়েছে। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে পড়ার কারণে টিম ম্যানেজমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়েছেন। এ পর্যন্ত ১৩ জন প্লেয়ার ইনজুরি সমস্যায় ভুগছেন। তাদের মাঝে ১১ জন এই সিজনে আর খেলতে পারবে না। রাইজিং পুনে দল সবচেয়ে বেশি সমস্যায় ভুগছেন। কারন তাদের দলে ৪ জন খেলোয়াড় ইনজুরিতে পরে রয়েছে। তাই এখন দলের ফ্রাঞ্চাইজি নতুন করে দলে খেলোয়াড় নেয়ার কথা চিন্তা করছেন। আজ ভারতের একটি খেলা ভিত্তিক সংবাদ মাধ্যম নতুন করে যে সকল খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা যায় তার একটি তালিকা প্রকাশ করেছেন। তাদের তালিকায় ১০ জন প্লেয়ারের নাম দেয়া হয়েছে। সেখানে বাংলাদেশ দলের ড্যাসিং অপেনার তামিম ইকবালের নাম রয়েছে। ★ আইপিএলে অন্তর্ভুক্ত হবার মত সেই ১০ জন প্লেয়ারের তালিকা নিম্নে দেয়া হল.... ১. বেন স্টোকস (ইংল্যান্ড) ২. জন্সন চারলেস (ওয়েস্ট ইন্ডিজ) ৩. তামিম ইকবাল (বাংলাদেশ) ৪. মাইকেল হাসি (অস্ট্রেলিয়া) ৫. ড্যারেন সামি (ওয়েস্ট ইন্ডিজ) ৬. জো রুট (ইংল্যান্ড) ৭. গ্রান্ট ইলিয়ট (নিউজিল্যান্ড) ৮. কেভন কপার (ওয়েস্ট ইন্ডিজ) ৯. মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ) ১০. কেভিন ওব্রিয়ান (আয়ারল্যান্ড)

Talk Doctor Online in Bissoy App