এইচএসসি বা এসএসসি এর MCQ বা বহুনিবাচনি কী ভাবে দেখে বা যাচাই করে
Share with your friends

পরীক্ষা দেওয়ার পর MCQ খাতা গুলি বোর্ড এ যায়. তারপার তারা MCQ খাতা গুলির সেট মিল করে যেমন(ক,খ,গ,ঘ) যুদি "ক" সেট হলে সব "ক" সেট এক খানে করবে তারপর নিদিষ্ট উত্তরের সাথে নিদিষ্ট MCQ কম্পিউটারের মাধ্যমে কাটে এবং রোল ও রেজি. অনুসরন করে যার খাতা তার কাছে নম্বর গুলি যোগ হয়.. এভাবেই হয়

Talk Doctor Online in Bissoy App

খাতাগুলো অটোমেটেড মেশিনে দেখা হয়। মেশিনে ক/খ/গ/ঘ সেটের জন্য আলাদা আলাদাভাবে উত্তর সেট করা থাকে। মেশিন আপনার OMR শিটের সেটের স্থান টি স্ক্যান করে তাতে প্রোগ্রাম করে দেয়া উত্তরের সাথে মিলিয়ে নাম্বারিং করে। একাধিক ভরাট হলে মেশিনটি ওই নং এরটিকে ignore করে।

Talk Doctor Online in Bissoy App
Call

প্রথমে সেট মিলিয়ে প্রিন্টারের ভিতরে উত্তর পত্র ডুকিয়ে সেট ভিত্তিক উত্তরে লইটিং করে।। ওটা যদি কালো আসে তাহলে উত্তর সঠিক।। না আসলেই ভুল।।। এজন্যইতো প্রতিটি প্রশ্নের প্রতিটি উত্তর ভরাট করলেই সঠিক হবে।। কিন্তু পরে যে সময় চেক করে তখন তারা ধরে ফেলে।। তাই মনের ভুলে কোনটিতে ২ টি ভরাট পড়লে একটিও কাটা উচিত নয়।। কারন কম্পিউটারে উত্তর সঠিক আসবে।।পরীক্ষকরা এটা না দেখলেই নম্বর আসবে।। তাই কেটে চোখ পনোর চেয়ে না কাটা ভাল।।

Talk Doctor Online in Bissoy App