romeolipy

Call

প্রথমেই দেখতে হবে পিসি টা কত দিনের পুরানো। ব্যাবহার হয়েছে কেমন বা কত দিন। তারপর মাদার বোর্ড ভাল আসে কিনা । মাদার বোর্ড টা ভাল কোম্পানির কিনা। হার্ড ডিস্ক টা ভাল কোম্পানির কি না। স্যামসং বা WD এর হার্ড ডিস্ক হলে ভাল হয় সবথেকে। প্রসেসর ইন্টেল এর কিনা । পাওয়ায়র সাপ্লাই ঠিক মত দিচ্ছে কিনা । এটা দেখতে হবে। এটাকে CPU Usage performance বলে . CPU Usage performance কম্পিউটারে কাজ করার সময় বা নেট চালানর সময় ১০০ হিট করে তাহলে বুজতে হবে প্রসেসরে সমস্যা আসে । তবে এটা বড় ধরনের সমস্যা নয়। পিসি যদি বাসাই চালানোর জন্য নেন তাহলে তেমন সমস্যা হবে না । কিন্তু ব্যাবসার জন্য নিলে প্রবলেম । 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ