Call

প্রকৃত ভাবে মেডিকেলে চান্স পেতে হলে কঠোর পরিশ্রম করতে হবে ৷ দিন রাত মিলিয়ে 15-16 ঘন্টা পড়তে হবে ৷তবে কথা আছে ,কয় ঘন্টা কয় মিনিট পড়লা সেইটা বড় বিষয় না ,কতটুক মনে রাখতে পারলা তাই বড় বিষয়৷ আপনার biology বইটি বেশী গুরুত্ব দিতে হবে৷ তার পর বাকী গুলা ৷মেডিকেল ভ(র)তি গাইডটা ফলো করতে পারো ৷

Talk Doctor Online in Bissoy App

কেউ কেউ জিপিএ ৫ পেয়েউ চান্স পাওয়া না আবার কেউ 4 এর উপরে পেয়েই চান্স পায় কি বুজলেন। আপনি বায়োলজির দিকে নজর দিবেন। আর পরবর্তিতে ভর্তি পরিক্ষার গাইডের জন্য জয়কলি পাবলিকেসন্সের বই পড়তে পারেন কেননা এ বঈ এর আগের ভর্তি পরিক্ষার 80 ভাগ কমন দিয়ছে

Talk Doctor Online in Bissoy App