Unknown

Call

গভীরভাবে পরিচিত হতে হলে আগে সেরকম মিশুক টাইপের কাউকে বেছে নেয়া প্রয়োজন। সবার সাথে প্রথমে নাম কোন স্কুল থেকে এসেছে এবং জিপিএ এসব বিষয়ে জিজ্ঞাসা করুন। তাদের জবাবের ধরণ দেখে বুঝা উচিত কার সাথে বন্ধুত্বটা করা যায়। নিজ গ্রুপের কাউকে চুজ করবেন। তার পাশে বসুন, বিভিন্ন বিষয়ে আলাপ করুন। হলে কিরকম গার্ড ছিলো, কোন এক্সামে কি হয়েছিলো, কোনো মজার কাহিনী ইত্যাদি বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন। যার সাথে গল্প করছেন সেও যদি জবাবে আপনার কাছে একইরকম বিষয়গুলো শেয়ার করে তাহলে বুঝবেন সবকিছু ঠিকঠাক পথেই এগুচ্ছে। কিন্তু ও নিরুত্তর থাকলে সম্ভবত আপনার ব্যাপারে তার ইন্টারেস্ট কম। অবশ্য প্রথম দিনেই পুরোপুরি গভীরে যেতে পারবেননা, কারন হাজার হলেও আপনি তার কাছে তখনও একজন আগন্তুক। প্রতিদিন কলেজে এসে সবার আগে তার সাথে কুশল বিনিময় করুন, একসাথে বসুন, বিভিন্ন ব্যাপারে সাহায্য করুন ও সাহায্য নিন। আশা করতে পারেন এক পর্যায়ে তাকে ভালো বন্ধু হিসেবে পেয়ে যাবেন। আর একটা কথা ভেবে দেখবেন, তার সাথে সুপরিচিত হওয়াটা কি আপনার মঙ্গলজনক নাকি অমঙ্গলও হতে পারে। খারাপ ছাত্র বা বাজে স্বভাবের কারো সঙ্গ এড়িয়ে চলাই উত্তম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে প্রথমদিনে প্রথম সাক্ষাতে গভীর ভাবে পরিচিত হওয়া যায়না। আর কেউ আপনার সম্পর্কে বিস্তারিত না জেনে কিভাবে গভীর ভাবে পরিচিত হবে। তবুও আপনি নিচের টিপসটি অনুসরন করুন ** প্রথমে তাঁর নাম জিজ্ঞেস করুন। **তারপর কুশল বিনিময় করুন। ** কি করে কোথায় থাকে এ সম্পর্কে জানতে চান। **এরকম বিভিন্ন কিছু প্রশ্ন করার পর তার কাছে বন্ধুত্বের অফার দিন। এভাবে গভীরভাবে পরিচিত হতে পারবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ